নির্বাচন ঘিরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে বিজিবির জনসচেতনতামূলক সভা
বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ের বড় হরিনা ইউনিয়নের ডুলুছড়ি এলাকায় ১২ বিজিবি ছোট হরিনা জোন একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করে।
২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৯টায়, ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বড় হরিনা ইউনিয়নের ডুলুছড়ি গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক সভা আরম্ভ হয়।
উক্ত জনসচেতনতামূলক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও সহিংসতা থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়।
এছাড়া এলাকার জনসাধারণকে মাদক সেবনের ফলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর দিক ও এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এলাকায় কোনো অপরিচিত লোকের সন্দেহজনক চলাচল পরিলক্ষিত হলে বিজিবিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে মিলেমিশে থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। এলাকায় যেন কোনো চাঁদাবাজি না হয় সে বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া নারী ও শিশু পাচার প্রতিরোধে বিজিবিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং পাচার কাজে সংশ্লিষ্টদের সম্পর্কে তথ্য জানাতে আহ্বান জানানো হয়। ক্যাম্প কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।











