ঢাকা | জুলাই ২৮, ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যালোচনা সভা

  • আপডেট: Monday, July 28, 2025 - 9:22 am

জাগো জনতা অনলাইন।। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।

সভায় অংশ নেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা, সহিংসতা প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে মতামত উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আগামী নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করণীয় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠেয় এই জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।