ঢাকা | ডিসেম্বর ৫, ২০২৪ - ৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়মনীতির তোয়াক্কা না করে ইসকনকে গাড়ির আয়কর অব্যাহতি এনবিআরের

  • আপডেট: Wednesday, December 4, 2024 - 2:50 pm

জাগোজনতা প্রতিবেদন : কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইসকনের ১৬টি বিলাসবহুল গাড়ির শুল্ক মাফ করে দিয়েছে। আর এতেই খোদ এনবিআরের ভিতরেই এখন তোলপাড় চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এনবিআর অনৈতিকভাবে ইসকনকে শুল্ক সুুবিধা দিয়েছে।
কর সুবিধা দিয়ে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এনবিআরের নির্দেশনায় বলা হয়, এনবিআর ৮ জুলাই ২৪ আয়কর পরিপত্রের অনুচ্ছেদ ০৩(০৪) অনুযায়ী আট শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোটরগাড়ি নিবন্ধন বা ফিটনেস নবায়নের ক্ষেত্রে আয়কর প্রযোজ্য হবে না মর্মে উল্লেখ আছে।
এই পরিপত্রে ০২(০৪)(ঙ) অনুচ্ছেদ ধর্মীয় উপসনালয় অনুযায়ী ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) এর মালিকানাধীন নিম্ন নম্বর মোটরযানগুলোর ফিটনেস নবায়নকালে আদেশক্রমে আয়কর অব্যাহতি প্রদান করা হলো।
এর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-চ-৫৬-০৩০৫, রংপুর-চ-৫১-০০২৪, ঢাকা মেট্রো-গ-৩৯-৭৮৫১, ঢাকা মেট্রো-চ-৫৪-১২৩৩, ঢাকা মেট্রো-চ-১৬-৩০৬৯, ঢাকা মেট্রো-চ-৫৬-২৩৯৩, ঢাকা মেট্রো-চ-৫৪-১৩০৫, ঢাকা মেট্রো-চ-১৯-১৩৬৯, ঢাকা মেট্রো-চ-৫৪-১৫১৮, ঢাকা মেট্রো-চ-৫৪-১৫১২, ঢাকা মেট্রো-চ-২০-৩৫৭৩, ঢাকা মেট্রো-চ-১১-৪৮২৩, ঢাকা মেট্রো-চ-৫৩-২৯৬৪, ঢাকা মেট্রো-গ-২৫-০০১০, ঢাকা মেট্রো-চ-৫৩-৩০০৩, ঢাকা মেট্রো-চ-৫৪-২৪২৮। পরিপত্রে একই অনুচ্ছেদের মর্মানুযায়ী বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাঙ্কলরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, ম্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সি ক্যাব ও মোটরসাইকেল ইত্যাদি যানবাহনের ক্ষেত্রে ইসকন কর্তৃক জাতীয় রাজস্ব বোর্ড হতে আয়কর অব্যাহতি সার্টিফিকেট গ্রহণপূর্বক এ অথরিটির কাছে আবেদন করা হলে আয়কর অব্যাহতির বিষয়টি বিবেচনা করা হবে। এনবিআর উপপরিচালক (অর্থ) মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এই পরিপত্র প্রদান করা হয়।

বিষয়টি নিয়ে এনবিআরের এক সাবেক কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের মোটরযান আয়কর অব্যাহতি দিতে হলে বেশ কিছু কড়াকড়ি নিয়ম রয়েছে। নীতিমালা রয়েছে- এর অনুমতির জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়। এভাবে ধর্মীয় প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়া হলে সেটা নীতিমালার ব্যত্যয় করা হয়েছে। সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছে কি না সেটা খতিয়ে দেখা উচিত।
যথাযথ আইনি প্রক্রিয়া মেনে করা হয়েছে কি না সেটাও খতিয়ে দেখা উচিত।