নিজাম হাজারীসহ ৭১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাগো জনতা অনলাইন।। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থানে অটোরিকশাচালক সবুজ হত্যা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
সোমবার ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এ আদেশ দেন।
নিহত মো. সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অস্ত্রধারী নেতাকর্মীদের নির্বিচারের গুলিবর্ষণে নিহত হন অটোরিকশাচালক মোহাম্মদ সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিজাম উদ্দিন হাজারী ও একই দলের ফেনী সদর উপজেলা সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার সোহেল, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
পরবর্তীতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই মো. ফারুক মিয়া তদন্ত শেষে চলতি বছরের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৬৫ জন ও তদন্তে উঠে আসা আরও ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করা হয়।
কয়েক দফা শুনানি শেষে অভিযোগপত্রটি আমলে নেওয়ার পর এদিন উক্ত মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্দেশ দেন আদালত।
এসআই মো. ফারুক মিয়া বলেন, এ মামলায় এজাহারভুক্ত ৫ জন ও সন্দেহভাজন ৪৯ জনসহ মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদের কেউই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেননি।
ফেনী কোট পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগপত্রে ১২৪ জন আসামি করা হলেও বিভিন্ন সময় এ মামলায় গ্রেপ্তার হয়েছে ৫৪ জন। তার মধ্যে ১ জন ছাড়া বাকিদের নাম অভিযোগপত্রে রয়েছে। অপর ৭১ জন পলাতক। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে এসব আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।
প্রসঙ্গত, ওইদিন-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় সবুজসহ ৭ জনের মৃত্যু হয়েছিল। এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭টি হত্যা মামলা ও ১৭টি হত্যাচেষ্টার মামলা।











