নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্র তামীমের

চট্টগ্রাম ব্যুরো: নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ৭ম শ্রেণীর শিক্ষার্থী মো. তানজীম আহম্মেদ তামীমের। চলতি মাসের ২ তারিখে বিকাল ৩ টা থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ২ তারিখে নিজেদের বাসা থেকে তিনটার দিকে প্রাইভেটের উদ্দেশ্য বের হলেও আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজ খবর নিয়েও তার হদিস না পাওয়ায় তা মা নিলুফা বেগম মার্চের ৪ তারিখে জালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং -১৯৫।
জিডি থেকে জানা যায়, তামিম তার পরিবারের সঙ্গে চট্টগ্রাম হালিশহর থানাধীন বি-ব্লক ৩ নং লেইন আজাদ ম্যানশন বসবাস করতেন। চলতি মাসের ২ তারিখে প্রাইভেটের উদেশ্য বিকেল তিনটার দিক বাসা থেকে বের হয়। এরপর থেকে তার সঙ্গে থাকা ব্যবহারিত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তার পরিবারের লোকজন সকল আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান ৫ দিনেও পায়নি।
তামীম হালিশহর চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান কেউ পেলে হালিশহর থানায় অথবা ০১৫৮৬২৮৩৪৩২/ ০১৮৪১২৯৯২২৬ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।