নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে হকার ব্যবসা নিষিদ্ধ: চসিক মেয়র
		নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কেউ হকার ব্যবসা করতে পারবেন না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা অস্থায়ীভাবে ব্যবসা করতে পারবেন, তবে কোনো স্থায়ী কাঠামো তৈরি করা যাবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিউ মার্কেট মোড়ে চসিকের উচ্ছেদ অভিযান চলাকালে মেয়র এ নির্দেশনা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কেউ হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কিন্তু কেউ স্থায়ী দোকান বা কাঠামো তৈরি করলে তা সঙ্গে সঙ্গে উচ্ছেদ করা হবে।”
তিনি আরও বলেন, “ব্যবসা শেষে সবাইকে নিজেদের জায়গা পরিষ্কার রাখতে হবে। কেউ যাতে ছাতা বা দোকানের কাঠামো এমনভাবে বসায় না যাতে পথচারী বা যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি হয়। ফুটপাত বা সড়ক দখল করে জনদুর্ভোগ তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মেয়র জানান, নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় চসিকের নিয়মিত উচ্ছেদ অভিযান চলমান থাকবে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত রাখতে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে।

			









