আহমদ উল্লাহ , চট্টগ্রাম : চট্রগ্রাম ফটিকছড়ি নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৮৯ তম বার্ষিক সভা উপলক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, ও ইছালে ছাওয়াব মাহফিল ২০ শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
আল্লামা হোসাইন আহমদ ফারুকীর সভাপতিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আল্লামা শাহসূফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী।
এতে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থেকে তকরির পেশ করেন আল্লামা আবুল কাশেম নুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি অছিয়র রহমান আল কাদেরী, পীরে কামেল আল্লামা কাজী আবু জাফর মুনিরী, আল্লামা সৈয়দ মোহাম্মদ খুরশীদ আলম, মাওলানা ফখর উদ্দিন কাদের চৌধুরী, আল্লামা ইদ্রিস আনসারী। এন্তজামিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ মাদানীর পৃষ্ঠপোষকতায় এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ কামরুল আহছান।