নাইট শো অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
আবদুল মামুন ফারুকী, পেকুয়া (কক্সবাজার)।।কক্সবাজারের পেকুয়ায় “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” শ্লোগানে নাইট শো অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ( ১৮ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচের মাধ্যমে নাইট শো অলিম্পিক-২৬ এর আসর শুরু হয়। এতে মোট ১১টি পর্ব অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ছিলেন টইটং কেরনছড়ি বন্ধু জুটি ক্রিড়া সংস্থা।
রাত্রিকালীন এই খেলায় এলাকার শিশু, তরুণ, যুবক, নারী-পুরুষ, নবীন-প্রবীণসহ সবার মাঝে উচ্চাসের আমেঝ সৃষ্টি হয়।
এদিন উদ্বোধনী বক্তব্য রাখেন বন্ধু জুটি ক্রিড়া সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও টইটং এমইউপি আব্দুল হক।
প্রধান অতিথি ছিলেন টইটং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক এমইউপি শাহাদাত হোসেন চৌধুরী।
প্রধান মেহমান ছিলেন ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গণি।
প্রধান আলোচক ছিলেন উদ্যোক্তা ও সাংবাদিক আবদুল মামুন ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন টইটং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, সাবেক টইটং ইউনিয়ন ছাত্রদলনেতা রবিউল রবি, আব্দুল করিম, ক্রীড়াবীদ রবিউল আলম, ছাত্রনেতা শাহ মুহাম্মদ আসাদ উল্লাহ, প্রবাসী মো. আবুল কাশেম, ব্যবসায়ী জিয়াবুল করিম সুমন, নেজাম উদ্দীন, এহছানুল হক, মো. জোবাইর প্রমুখ।










