ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মর্টারশেলে ২ বাংলাদেশি নিহত

  • আপডেট: Monday, February 5, 2024 - 1:07 pm
মোহাম্মদ ইউনুছ ,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের চলমান সংঘর্ষে মিয়ানমারের মর্টার শেলে ঘুমধুমের জলপাই তলীর, বাংলাদেশি এক নারী ও এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আসমা খাতুন (৫৫)।
তিনি  ঘুমধুম ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে হোসনে আরা ও এক রোহিঙ্গা শ্রমিক কাজ করছিলেন। কাজ শেষে ক্ষেত সংলগ্ন বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন তারা।
এ সময় মিয়ানমারের ছোড়া মর্টার শেল এসে তাদের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় হোসনে আরাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত ওই রোহিঙ্গা শ্রমিক হিসাবে ক্ষেতে কাজ করছিলেন বলে জানা গেছে। অপরদিকে গত কাল দুই দফায় পালিয়ে আসা সেই দেশের ২৮ বিজিপি সহ এই রিপোর্ট লিখা পর্যন্ত মিয়ানমারের ১০৫ বিজিপির সদস্য বাংলাদেশ বিজিবির কাছে আশ্রয় নিয়েছেন। আর সীমান্তভর্তী বসবাসকারীদের অন্য স্হানে সরিয়ে নেওয়ার হয়েছে বলে জানা গেছে।