ঢাকা | জানুয়ারী ৭, ২০২৬ - ১১:২৪ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ির সোইনাইছড়িতে শীতার্তদের পাশে সিএইচটি সম্প্রীতি জোট

  • আপডেট: Monday, January 5, 2026 - 7:05 pm

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার প্রায় সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোইনাইছড়িতে প্রথম ধাপে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক। এ সময় তিনি বলেন, পাহাড়ের সাধারণ খেটে খাওয়া মানুষ, বৃদ্ধ, নারী ও অসহায়রা শীতের মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। অথচ জাতিসত্তার নামে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলো বিপুল অঙ্কের চাঁদা আদায় করলেও এসব অসহায় মানুষের পাশে দাঁড়ায় না। তিনি এ অবস্থার বিরুদ্ধে পাহাড়ের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ এবং সম্প্রীতি টিভির চেয়ারম্যান শাহীন আলম, কেন্দ্রীয় সদস্য পাই মং থুই মারমা প্রেম। এছাড়া মো. আতিকুর রহমান, অংসি থোয়াই মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে নাইক্ষ্যংছড়ির সোইনাইছড়িসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষ। এমন দুর্দিনে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব।
এ সময় সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, গত এক মাস ধরে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকায় সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। এলাকাবাসী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।