নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
 
		নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রাবার বাগান থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুতুপালং টিভি টাওয়ারের পূর্ব পাশে ঘুমধুমের রাবারবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোহিঙ্গা যুবকের নাম আব্দুর শুক্কুর (৩৯)। তিনি কুতুপালং ২ নম্বর ইস্ট ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু তাহের জানান, “সকালে কয়েকজন লোকের মাধ্যমে জানতে পারি যে রাবার বাগানে এক ব্যক্তির মরদেহ গাছে ঝুলছে। পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়িকে খবর দিই।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে এক রোহিঙ্গা পরিবার এসে নিহতের পরিচয় শনাক্ত করে।
স্থানীয় সাংবাদিক মাহমুদ হাসান বলেন, “মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকা দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রাতের অন্ধকারে এই রাবার বাগান ও সংলগ্ন সড়ক দিয়ে তারা বিভিন্ন চোরাই মালামাল আনা-নেওয়া করে। এর আগেও এই বাগান এলাকা থেকে একাধিক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।”
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাফর ইকবাল বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু-তা তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 
			









