নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের ফেলে যাওয়া বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ হেডম্যান চাকপাড়ায় রবিবার গভীর রাতে ডাকাতির সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করা হয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (২৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে টমটম চালক আইলা মং চাকের বাড়ি থেকে ব্যাটারিগুলো ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাতের দল। এসময় এলাকাবাসীর টের পেয়ে তারা নতুন চাকপাড়া যাওয়ার রাস্তার মাথায় জঙ্গলে ২টি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দেশীয় তৈরি বন্দুকটি পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের বলেন, এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছি। খবর পেয়ো তারা দ্রুত ব্যবস্থা নেয়।
বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করি।
নাইক্ষ্যংছড়ি থানারর অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল জানান, একটি দেশীয় বন্ধুক উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।











