ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • আপডেট: Saturday, July 1, 2023 - 4:29 pm

এম কে কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ঝালোকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষের নাম মাওলানা মো. জামাল হোসেন হাওলাদার (৪০)।

শনিবার (১ জুলাই ২০২৩) সকাল ১১টার দিকে নিজ ঘরে বিদুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে নিহত শিক্ষকের নিজ বসতঘরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘরের লোকজন বাসার মেইনসুইচ বন্ধ করে দেয়। এরপর তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মোহম্মদ জামাল হোসেন হাওলাদার মো.রজ্জব আলী হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাঁর তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী সন্তানসম্ভবা বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, খবর পেয়েই পুলিশ পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।