নরসিংদীতে দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ইউপি সদস্যসহ নিহত ২
জাগোজনতা অনলাইন : নরসিংদীর রায়পুরায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ শনিবার ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার মেথিকান্দা এলাকায় রুবেল ও বাছেদ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউপির সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন বাদল ভেন্ডার (৪৫), মারুফ মিয়া (১৫), সুফিয়া বেগম (৩০), আমির হোসেন (২১) ও রাফি মিয়া (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে বাছেদ মেম্বার পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাছেদ মেম্বার পক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় রুবেল পক্ষের লোকজনের ওপর। সংঘর্ষের সময় রুবেলের চাচা ইউপি সদস্য মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় তাঁকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। পরে সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগমকে গুলি করে হত্যা করা হয়। এ সময় রুবেল পক্ষের লোকজন পাল্টা গুলি চালালে গোলাগুলিতে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।