ঢাকা | মে ৯, ২০২৫ - ৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম

নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রাম শাখার চেয়ারম্যান হলেন ক্যাপ্টেন মালেক 

  • আপডেট: Tuesday, May 6, 2025 - 1:09 pm

চট্টগ্রাম প্রতিনিধি।। মেরিনারদের সংগঠন নটিক্যাল ইনস্টিটিউট চট্টগ্রাম শাখার ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  এতে ক্যাপ্টেন এম এ মালেক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনপ রিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী ও ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা।

জানা যায়, ক্যাপ্টেন এম এ মালেক ২০২৫-২০২৬ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্যাপ্টেন হাবিবুর রহমান।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল অফিসার এবং রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস- ক্যাপ্টেন সাব্বির মাহমুদ ও ক্যাপ্টেন এম এ ফশিউর রহমানসহ ক্যাপ্টেন মঈনুদ্দীন সাধারণ সম্পাদক পদে ও সহকারী সাধারণ সম্পাদক পদে ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান।

বর্তমান চেয়ারম্যান ক্যাপ্টেন এম হাবিবুর রহমান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ধন্যবাদও জানান তিনি।

সভায় সদস্যরা উপস্থিত হয়ে চট্টগ্রাম শাখার পরবর্তী কমিটি নির্বাচনের জন্য ভোট প্রদান করেন। একই সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান- ক্যাপ্টেন এম এ মালেক নটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।