ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁয় ১৫ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 8:33 am

নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর পত্নীতলা উপজেলায় দিঘি খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

 

এদিন রাত সাড়ে ১০টায় বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী এলাকায় স্থানীয় লোকজন দিঘি খননের সময় একটি প্রাচীণ মূর্তি দেখতে পান। বিষয়টি জানতে পেরে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দিঘি থেকে মূর্তিটি উদ্ধার করে।

 

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন আনুমানিক ২৭ দশমিক ৫৮ কেজি। পরে অভিজ্ঞ স্বর্ণকার ও জুয়েলারি সংশ্লিষ্ট কর্মকারদের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড ও স্বর্ণ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, এটি অত্যন্ত উচ্চমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি।

জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারদের ভাষ্যমতে, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকারও বেশি।

 

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।