ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কার্টিস ক্যাম্পারের সেঞ্চুরি
বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের পেসার ব্রান্ডন ম্যাকমুলেনের গতির মুখে পড়ে ৩৩ রানেই প্রথমসারির ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।
দলের এমন কঠিন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছেন আইরিশ ব্যাটসম্যান কার্টিস ক্যাম্পার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রান করেন ক্যাম্পার। এছাড়া ৬৯ রান করেন জর্জ ডকরেল।
বুধবার জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই একের পর এক উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড।
স্কটল্যান্ডের পেসার ব্রান্ডন ম্যাকমুলেনের গতির মুখে পড়ে ৮.২ ওভারে স্কোর বোর্ডে ৩৩ রান জমা করতেই প্রথমসারির ৪ ব্যাটসম্যানের উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ৭০ রানে ফেরেন ওপেনার অ্যান্ডি ম্যাকরিনি।
দলের এমন কঠিন পরিস্থিতে হাল ধরেন কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেল। ষষ্ঠ উইকেটে তারা ১৫০ বলে ১৩২ রানের জুটি গড়েন। দলীয় ২০৬ রানে আউট হয়ে ফেরেন জর্জ ডকরেল। তার আগে ৯৩ বলে ৪টি বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে ৬৯ রান করেন তিনি।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১০৮ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১২০ রান করেন কার্টিস ক্যাম্পার। স্কটল্যান্ডের হয়ে ৭ ওভারে ৩৪ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন ব্রান্ডন ম্যাকমুলেন।