৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির জনসভা
স্টাফ রিপোর্টার, মোংলা।। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র বন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা কেবল একটি ইশতেহার নয়—এটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।”
তিনি আরো বলেন, দেশের মানুষ আজ বিদ্যুৎহীন, দ্রব্যমূল্যের চাপে ক্লান্ত, কৃষক তার ফসলের দাম পায় না, শ্রমিক তার ঘামের মূল্য পায় না। এই অন্যায় শাসন পরিবর্তনের সময় এসেছে। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে বলতে হবে; ভোটের মাধ্যমে স্বৈরাচারকে পরাজিত কর, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রকে পুনর্গঠন কর।”
জনসভা সভাপতিত্ব করেন মো. এমরান হোসেন (সাবেক যুগ্ন আহবায়ক মোংলা পৌর বিএনপি)।
সভা পরিচালনা করেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোংলা পৌর যুবদল ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন রিপন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান তুহিন (সভাপতি-রামপাল থানা বিএনপি), মাহবুবুর রহমান মানিক (সাধারন সম্পাদক -মোংলা পৌর বিএনপি), রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ (কমান্ডার), চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক সঞ্জয় মজুমদার এবং কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য এস এম নাসির উদ্দিন।
সভায় বক্তারা অভিযোগ করেন, সরকারের দমন-পীড়ন, মামলা-গ্রেপ্তার ও হয়রানির পরও জনগণ বিএনপির পক্ষে একতাবদ্ধ। তারা বলেন, “ভয় নয়, ভয়কে জয় করো; অন্যায় নয়, ন্যায় প্রতিষ্ঠা করো—এই আহ্বান নিয়েই বিএনপি মাঠে নেমেছে।”
সভা শেষে দলের নেতাকর্মীরা ঐক্যের প্রতীক হিসেবে “৩১ দফা বাস্তবায়ন, রাষ্ট্র মেরামত ও গণতন্ত্র পুনরুদ্ধার” স্লোগানধ্বনিতে পুরো মোংলা শহর মুখর করে তোলে।











