ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্মের জন্য বাদ পড়েছেন লিটন, মিথ্যাচার ভারতীয় সংবাদমাধ্যমের

  • আপডেট: Tuesday, January 14, 2025 - 6:28 am

জাগো জনতা অনলাইন।। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে কেন্দ্র করে দল ঘোষণা করেছে বাংলাদেশ। কিন্তু দলে জায়গা হয়নি তারকা ব্যাটার লিটন কুমার দাসের। যদিও শুধু যে লিটন বাদ পড়েছেন এমনটি নয়। সাকিব আল হাসান থেকে শুরু করে হাসান মাহমুদের মতো খেলোয়াড়রাও বাদ পড়েছেন ১৫ জনের এই স্কোয়াড থেকে।

ডানহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যানকে কেনো দলে রাখা হয়নি, গতকাল সংবাদ সম্মেলনেই সে ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। মূলত ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক বাজে ফর্মের কারণেই বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছেন গাজী আশরাফ।

যদিও লিটনের এই বাদ পড়ার সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী তথা সংখ্যালঘুদের বঞ্চিত করার দিকে ইঙ্গিত দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ। এবিপি গতকাল ‘সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ, চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ’- এমন শিরোনামে লিটনের বাদ পড়ার খবর প্রকাশ করে। এদিকে এবিপির এমন সংবাদকে মিথ্যাচার হিসেবে আখ্যা দিয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করেছে।

এ সংবাদের প্রতিবাদে দেওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর মন্তব্য ধরে বলা হয়েছে, ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক অফ ফর্মের কারণেই দলে নেওয়া হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ ১৩ ওয়ানডে ইনিংসে কোনো ফিফটি নেই লিটনের। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও হাসেনি লিটনের ব্যাট।

গাজী আশরাফের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সেন্ট কিটসের কন্ডিশন নিঃসন্দেহে ব্যাটিং সহায়ক। কিন্তু দুর্ভাগ্যবশত, সে (লিটন) এমন হাইস্কোরিং উইকেটেও রান করতে পারেনি। ফর্মহীনতা অব্যাহতই থাকে। সেখানে (লিটন) ফেল করায় তার ওপর আত্মবিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। আমার মনে হয় তাকে নিয়ে আমরা যদি আরও কাজ করতে পারি, তাকে আমরা স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারব। এ বছর আমাদের ক্রিকেট সূচিতে অনেক ম্যাচ আছে। আশা করি, সে (লিটন) তাতে বড় অবদান রাখবে।’

শুধু গাজী আশরাফের মন্তব্য নয়, পাশাপাশি লিটন দাসের মন্তব্যও যোগ করেছে প্রেস উইং। গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বাদ পড়া প্রসঙ্গে লিটন দাস বলেছেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলি বা ঘরোয়া ক্রিকেটে খেলি, কীভাবে রান করা যায়, সেটা খুঁজে বের করাই আমার কাজ। চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা বজায় রাখি এবং দলের সাফল্যে অবদান রাখতে পারি।’

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে ভুয়া সংবাদ প্রচার করতে থাকে। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে ফলাও করে প্রচার করতে থাকে রিপাবলিক বাংলা এবং এবিপি আনন্দের মতো গণমাধ্যমগুলো।