ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্মীয় বৈচিত্র্য মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেবেন- কর্নেল একরামুল রাহাত

  • আপডেট: Sunday, December 14, 2025 - 6:03 pm

রাঙামাটি প্রতিনিধি।

শিক্ষার্থীদের সার্বজনীন মূল্যবোধের গুরুত্ব শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, রাঙামাটিতে যে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে, সেটাকে মাথায় রেখে শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেবেন। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সকল ধর্মের মানুষের সঙ্গে পাশাপাশি মিলেমিশে বসবাস করতে পারে। শিক্ষার্থীদের এমন শিক্ষা দেবেন, যাতে কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ তৈরি না হয়। তারা একসাথে থাকতে পারে এবং সকলের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের বনরুপা এলাকায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসার অসহায় গরিব ও এতিম ছাত্রদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙামাটি সদর জোন)-এর উদ্যোগে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটিতে নিরলসভাবে কাজ করছে। গত সপ্তাহে রাঙামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়াতে দুই শতাধিক শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পানছড়িতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে এবং ডিসেম্বর মাসজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন বলেন, মাদ্রাসার জন্য কার্পেটের খুবই প্রয়োজন ছিল। এতিম ও অসহায় ছাত্রদের কষ্টের কথা বিবেচনা করে শীতবস্ত্র ও কার্পেট হাদিয়া করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম উদ্দিন, মোঃ রমজান উদ্দিন। হাফেজ আরিফুল ইসলামের সঞ্চালনায় দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ।