ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ২:৪৯ অপরাহ্ন

শিরোনাম

দোহারে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 1:35 pm
নাছির উদ্দিন পল্লব : ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে মো. হানিফ শেখের (৩৩) বসত বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার দোহার উপজেলার কুলছড়ি এলাকার দাদন চোকদারের ছেলে রাকিব চোকদার (২৩), একই এলাকার শুকুর বেপারীর ছেলে হালিম বেপারী (৪৫) ও ইসমাইল বেপারীর ছেলে লিটন বেপারী (৪৫), উপজেলার দক্ষিণ রাধানগর এলাকার শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৪) ও আলম বাজার এলাকার সোনা মিয়ার ছেলে নাজির (৩৫)।
প্রেস রিলিজে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিলাসপুর এলাকার চর কুতুবপুর মো. হানিফ শেখের বাড়িতে ২০/২৫ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা ঐ বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে প্রায় ৭/৮ ভরি স্বর্ণ লুটে নেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী লাঠি নিয়ে ডাকাতদের প্রতিরোধ করার চষ্টো করে। ডাকাতেরা তখন গ্রামবাসীকে লক্ষ্য কওে শটগানের এলোপাথারী গুলি ছুঁড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় ৭/৮ জন গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ। এ সময় স্থানীয় জনতা ১ জন মাঝিকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিলে পুলিশ তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ঘটনায় দোহার থানায় এজাহার দায়ের করলে মামলা নং-১৭ তাং-২৭/০২/২০২৫ পেনাল কোড ৩৯৫/৩৯৭ রুজু হলে দোহার থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত ৫ জন ডাকাতকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ১ টি রামদা, ১ টি চাপাতি, ১ টি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস রিলিজে আরো জানা যায়, আসামিরা প্রাথমিকভাবে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।