ঢাকা | অক্টোবর ৮, ২০২৫ - ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম

দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট: Wednesday, October 8, 2025 - 7:44 pm

 

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড) ব্যক্তিমালিকানায় ইজারা দেয়ার টেন্ডার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরস্থ হাজারী শপিং সেন্টারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলু এবং সঞ্চালনা করেন জাবের বিন রহমান আরজু। বক্তব্য রাখেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল, এলডিপি নেতা মুহাম্মদ লেয়াকত আলী, আনম সালাহউদ্দিন নাছির, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা ও আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, রাশিয়ার ফিল্ড দীর্ঘদিন ধরে উন্মুক্তভাবে স্থানীয় জনগণ প্রতিদিনের পাইকারি কাঁচাবাজার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। হঠাৎ করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ উন্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিমালিকানায় লিজ দেয়ার উদ্যোগ নিয়েছে, যা জনস্বার্থবিরোধী।

বক্তারা আরও বলেন, এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ এই মাঠ কোনোভাবেই ইজারা দেয়া যাবে না। রেলওয়ে কর্তৃপক্ষ যদি টেন্ডার প্রক্রিয়া বাতিল না করে, তবে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে হুশিয়ারি দেন তারা।