ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 5:49 am

জাগো জনতা অনলাইন।। দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ এর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে।

বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক হবে, বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আজকের সেশনে যোগ দিয়ে, ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবেন।

এ পর্যন্ত সম্মেলনের দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি, কিছু বিদেশি ব্যাংকও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করার জন্য লোনের প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনায় সহায়ক নীতি তৈরি ও কার্যক্রম শিথিল করার পাশাপাশি জ্বালানি নীতি সম্পর্কেও ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্মেলনের তৃতীয় দিনে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর এবং সেই সঙ্গে ব্যবসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেবেন।

প্রসঙ্গত, ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। বিডার নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার অনুমতি নেই, এবং স্টারলিংকও সে নিবন্ধন পেয়ে গেছে।

আজ, ৯ এপ্রিল থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহৃত হবে, এবং সম্মেলনে অংশগ্রহণকারী সবাই সেটি ব্যবহার করতে পারবেন।