দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬
জাগো জনতা অনলাইন।। বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ স্মার্টফোন অপো এ৬-এর (৮ জিবি + ১২৮ জিবি) বিক্রি শুরু করলো অপো। ক্লাস থেকে শুরু করে শেষরাতের পড়াশোনা, ক্যাম্পাসে ঘোরাফেরা, কনটেন্ট তৈরি বা লাগাতার স্ক্রলিং করা যাই হোক না কেন, ডিভাইসটি আপনার সবধরনের উদ্দেশ্য পূরণেই সহায়ক হবে। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রোটেকশন ও অপোর আপগ্রেডেড সুপারকুল ভিসি সিস্টেম সহ এই এ৬ ডিভাইসটি জীবনে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতেই নিয়ে আসা হয়েছে।
শত ব্যস্ততার মাঝে চার্জ শেষ হয়ে যাওয়ার ক্রমাগত দুশ্চিন্তা থেকে ব্যবহারকারীকে নিশ্চিন্ত রাখতে এ৬-এ সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জ হওয়া নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং নিশ্চিত করা হয়েছে, যেন ডিভাইসটি দ্রুত কাজ করার উপযোগী হতে পারে। ডিভাইসটির রিভার্স ওয়্যারড চার্জিং ছোট ডিভাইস চার্জ করার ক্ষেত্রে আলাদা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।
এ৬-এর এই ডিউরেবিলিটিকে আরও সক্ষম করে তুলেছে এর আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স। যা ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টির কবলে পড়া, ছিটে আসা পানি বা ভ্রমণ ও খেলার সময় অনাকাঙ্ক্ষিত পানি পড়ার হাত থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। সহনশীলতার এই অনন্য পর্যায় যেকোনো পরিবেশে ব্যবহারকারীকে আত্মবিশ্বাসী রাখে, বাস্তব জীবনের অনেক অজানা আশঙ্কা থেকে ডিভাইসটিকে নিরাপদ রাখে।
ভারি মাল্টিটাস্কিংয়ের সময় ফোনের পারফরম্যান্স ধরে রাখতে অপো এ৬-এ ব্যবহার করা হয়েছে সুপারকুল ভিসি সিস্টেম, যা অনলাইন ক্লাস, নোট, ক্যামেরা, গেমস বা বিনোদনের সময় বারবার স্ক্রিন পরিবর্তন করলেও ডিভাইসের তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখে। একইসাথে, এর স্ন্যাপড্রাগন৬৮৫ প্রসেসর ও অপোর ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন ফোনটির দীর্ঘমেয়াদী স্ট্যাবিলিটি ধরে রাখে। ফোনটির গতি না কমিয়ে একে পুরো সেমিস্টার জুড়ে একইরকম কার্যকর ও নিরবচ্ছিন্ন রাখতে সহায়তা করে।
ডিভাইসটির ৬.৭৫ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে বাইরের প্রখর সূর্যালোক বা ইনডোরে দীর্ঘ পড়াশোনা, যাই হোক না কেন, দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা ক্যাম্পাস বা ভ্রমণের স্মৃতি ও ছবি নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণ করে। একইসাথে, এর ৩০০% আলট্রা ভলিউম মোড সহ ডুয়েল স্টেরিও স্পিকার গ্রুপ সেশনে অংশ নেয়া, টিউটোরিয়াল বা আউটডোর গেদারিংয়ের উপযোগী লাউড ও ভাইব্রেন্ট সাউন্ড নিশ্চিত করে। ডিভাইসটির এআই লিঙ্কবুস্ট ৩.০ জনবহুল এলাকাতেও শক্তিশালী কানেক্টিভিটি নিশ্চিত করে; এর এআই গেমবুস্ট ২.০ গেম ব্রেকের সময় রেসপনসিভনেস আরও সমৃদ্ধ করে।
এই উদ্দীপনা আরও বাড়াতে যারা ও’ ফ্যানস ফেস্টিভালের সময় ফোনটি কিনছেন তাদের জন্য ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশ নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও থাকছে মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার সহ সকল অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার উইন্টার হুডি। এবার, অপো এ৬ কেবল উদযাপনের উপলক্ষ হয়ে আসেনি; বরং, দেশের তরুণ ব্যবহারকারীদের জন্য অনবদ্য পছন্দ হিসেবে এসেছে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “সকাল থেকে মধ্যরাত পর্যন্ত স্মার্টফোন নিরবচ্ছিন্ন ব্যবহার করে সচল ও এর ওপর নির্ভরশীল থাকতে অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) নিয়ে আসা হয়েছে। এর সুবিশাল ব্যাটারি, মানসম্পন্ন সুরক্ষা ও দীর্ঘমেয়াদী ফ্লুয়েন্সি দিনভর পারফরম্যান্স একইরকম রাখবে, এমনকি ব্যস্ততম দিনেও আপনাকে নিশ্চিন্ত রাখবে।”
অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা অপো এ৬ (৮ জিবি + ১২৮ জিবি) এখন দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে মাত্র ২৬,৯৯০ টাকায়।











