ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৬ - ৩:২৩ অপরাহ্ন

দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াতের আমির

  • আপডেট: Saturday, January 24, 2026 - 12:51 pm

রংপুর প্রতিনিধি।। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেভাবে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখব না।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি—জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করব না। যেভাবে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখব না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ।