মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কলেজ মাঠ পাঙ্গনে জমকালো আয়োজনে আয়োজিত বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ জহির উদ্দিনসহ কলেজ অধ্যাপকমন্ডুলী, প্রাক্তন শিক্ষার্থীরা ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় কলেজের অধ্যাপক ফাতেমা বেগম এর সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন’র সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, কলেজের অধ্যাপক সাহেদ ইকবাল চৌধুরী, অধ্যাপক গোলাম সামদানী, অধ্যাপক রাসেল আল মামুন, অধ্যাপক মাহবুবা জিন্নত, অধ্যাপক ফারজানা আক্তার, অধ্যাপক রওশন আরা, অধ্যাপক রাজিব রায়, অধ্যাপক আশরাফুল ইসলাম, অধ্যাপক ইব্রাহিম খোকন, অধ্যাপক রাশেদুল ইসলাম, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আফজাল হোসেন, জাতীয় নাগরিক কমিটির দেবীদ্বার উপজেলা আহবায়ক নাহিদুল ইসলাম নাহিদ প্রমূখ।।
অনুষ্ঠানে বক্তরা বলেন, বসন্ত বরণ ও পিঠা উৎসব বাঙালীর ঐতিহ্য। শতশত বছর ধরে বাঙালীরা ফাল্গুনের শুরু থেকে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বসন্ত উৎসব উদযাপন ও পিঠা উৎসব পালন করে আসছে। বসন্ত বাঙালির অহংকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এর আনন্দ ভোগ করেন। আজকের বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব, উৎসব মুখর হয়েছে। বসন্তের আগমনের মধ্যে দিয়ে কলেজে শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীরা একটি পূর্ণমিলনী হয়েছে।
উল্লেখ্য: বিকেলে পিঠা উৎসব মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ মো. জহির উদ্দিন।