ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষিকার বদলি বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 10:36 am

নূরুল আফসার, বান্দরবান।। বান্দরবানের ডনবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তার সদ্যপ্রাপ্ত বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা।

বুধবার বেলা সাড়ে এগারটায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ‍্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাবেরুল ইসলাম।

বক্তারা বলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষিপদ দাসের সহধর্মিনী সীমা দাস পূর্বে ডনবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। সেখানকার দায়িত্ব পালনকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর তাকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা এই বদলি আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান, কারণ এতে সীমা দাস নতুন স্থানে গিয়েও অনিয়ম চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সীমা দাসের সাথে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেশৈহ্লার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি প্রশাসনিক সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, একজন শিক্ষক হিসেবে সীমা দাস শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষা দেওয়ার বদলে দুর্নীতির নজির স্থাপন করেছেন।

তার বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও সকল অপকর্মের কঠোর বিচার দাবি করে বক্তরা বলেন, একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে বদলি নয় বরং তার অপসারণ ও বিচারের করা উচিত।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, নুরুল আবচার, রেজাউল করিম, হেমায়েত, মনির হোসেনসহ সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও নতুন পাড়া এলাকার সাধারণ জনগণ।