দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে- জেলা প্রশাসক চন্দনাইশ
নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।
মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেকবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়া প্রয়োজন। সৌরজগতের সূর্য আলো না দিলে যেমন তার মূল্য কমে যায়, তেমনি মানুষের মানবিকতা ও বিবেক না থাকলে মানুষ মূল্যহীন হয়ে পড়ে। পরিবর্তিত পৃথিবীতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর যুগে টিকে থাকতে হলে যোগ্যতা ও দক্ষতা অর্জন করে বিশ্বমানের সঙ্গে তাল মিলাতে হবে।
এ মন্তব্য করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, “সিস্টেম নিজের গতিতে চলবে, আমরা নিজেরা সিস্টেম তৈরি করব না।” সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের জনগণকে দুর্নীতি মুক্ত মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের শুধু রেজাল্টের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আগামী প্রজন্মকে আদর্শবান ও অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন বিভিন্ন দফতরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন জেলা প্রশাসক।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝুনটু বিকাশ চাকমা, কৃষি অফিসার আজাদ হোসেন ও সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের উপকারভোগীদের মধ্যে প্রতিবন্ধী হুইলচেয়ার, সাইকেল, ট্রাইসাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, যুব প্রশিক্ষণার্থীদের সনদ, এতিম শিক্ষার্থীদের কাপড়, কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপজেলা ডিজিটাল মিলনায়তনে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।











