ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানের ৪ শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

  • আপডেট: Saturday, September 27, 2025 - 9:11 am

নিজস্ব প্রতিবেদক। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বান্দরবানে দুস্থ ও অসহায় সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি আবাসিক হোটেলের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি রাজু কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামাচিং। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল কান্তি বিশ্বাসসহ পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ নেন।

অনুষ্ঠানে বান্দরবানের ৯টি ওয়ার্ডের প্রায় চার শতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও সম্প্রীতির আবহে উদযাপন করতে এই বস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।