দুর্গম রেজা মনি পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম রেজা মনি পাড়া ও কারিগর পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন অধিনায়ক লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং ভাইবোনছড়া ক্যাম্প অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেনা কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন, সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প, সচেতনতামূলক সভা ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।











