ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম

দুরছড়িতে জসনে জুলুছ ও আলোচনা সভা

  • আপডেট: Saturday, September 6, 2025 - 1:35 pm

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের দুরছড়িতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় দুরছড়ি এলাকাবাসী ও জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য জসনে জুলুছ বের করা হয়।

জুলুছটি দুরছড়ি জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুরছড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল আলম আনসারী। সঞ্চালনা করেন হাফেজ দৌওলত আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পটিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা ইউসুফ নূর আল কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরছড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হেলাল উদ্দীন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও ৪ নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন মঈন। এছাড়াও স্থানীয় মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়; এটি মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে ব্যক্তিজীবন, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করার মাধ্যমেই এর প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাতব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।