ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৯:৪১ অপরাহ্ন

শিরোনাম

দু’বছরেও শেষ হয়নি রমজান আলী হাট ডিসি সড়কের উন্নয়ন কাজ

  • আপডেট: Thursday, February 1, 2024 - 3:20 pm
শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঠিকাদারের অবহেলায় রাউজানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। এরমধ্যেই রমজান আলী হাট-ডিসি নয়াহাট আরএইচডি ভায়া আঁধারমানিক নতুন বাজার সড়কটির উন্নয়নকাজ দুই বছরেও শেষ না হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি রমজান আলী হাট থেকে শুরু হয়ে পশ্চিম কদলপুর, পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক, নতুন বাজার, বড়ঠাকুরপাড়া হয়ে বাগোয়ান ইউনিয়নের গশ্চি এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের সাথে যুক্ত হয়েছে। এই সড়কটি দিয়ে  প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৪ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে জিসি নয়াহাট সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। আরএনওয়াইবি জেবি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নেন। ২০২১ সালের ১৬ নভেম্বর সড়ক নির্মাণকাজ শুরু করে এই ঠিকাদারী প্রতিষ্ঠান। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে কালভার্ট ও সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সড়ক প্রশস্ত করার পর ম্যাকাডমের কাজও শেষ করেছে। অবশিষ্ট কাজ না করে ফেলে রেখেছেন ঠিকাদার। গত ১৫ মে সড়কের উন্নয়নকাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার দুই বছরেও কাজ শেষ করতে পারেননি। স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিশেষ প্রচেষ্টায় এসব প্রকল্প বাস্তবায়িত হলেও দীর্ঘসূত্রতার জন্য সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।ঠিকাদার নাঈম খান বলেন, আমার বাস্তবায়নাধীন সড়কটির ম্যাকাডমের কাজ শেষ হয়েছে। কার্পেটিংয়ের কাজ শুরু হবে।এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘সড়কের উন্নয়নকাজ শেষ করার জন্য ঠিকদারি প্রতিষ্ঠানকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।