ঢাকা | আগস্ট ৩০, ২০২৫ - ৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুর বিএনপির সম্মেলন কাল, নেতাকর্মীদের মাঝে উন্মাদনা

  • আপডেট: Friday, August 29, 2025 - 9:31 am

মেহেরপুর প্রতিনিধি।। দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৩০ আগস্ট) এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরজুড়ে ফেস্টুন, ব্যানার ও পোস্টারে সাজানো হয়েছে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে বিশাল মঞ্চ তৈরির কাজও চলছে। ইতোমধ্যে সভামঞ্চসহ সম্মেলন প্রস্তুতির অধিকাংশ কাজ শেষ হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। নেতাকর্মীরা চাচ্ছেন এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী, মেধাবী ও ন্যায়পরায়ণ নেতৃত্ব উঠে আসুক। এতে সংগঠন আরও সুশৃঙ্খল হবে। জনগণ যাদের নিরাপদ মনে করছে, তারাই নির্বাচিত হচ্ছে। তারেক রহমানের নির্দেশে সম্মেলনকে উৎসবমুখর করতে নেতাকর্মীরা কাজ করছেন।

তবে সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন। এখন কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে তাদের নাম ঘোষণা করবেন। জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন সভাপতি ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র উত্তোলন না করায় তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। আগামীকাল ৩০ আগস্ট সম্মেলনের দিন কেন্দ্রীয় নেতারা এসে তাদের নাম ঘোষণা করবেন।

আমঝুপি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহির হোসেন চঞ্চল বলেন, মেহেরপুরে এত বড় সম্মেলন আমরা কোনোদিনও দেখিনি। সব নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি এখন অনেক সুসংগঠিত। আশা করা যাচ্ছে, জেলায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সব নৈরাজ্য বন্ধ হবে। নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক দুজনই খুবই সৎ ও যোগ্য ব্যক্তি। তারা জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারবেন।

জেলা বিএনপির সদস্যসচিব বলেন অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ৩১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি ন্যায্যতার ভিত্তিতে ব্যালটের মাধ্যমে ভোট নিয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি শেষ করেছে। আহ্বায়ক কমিটি জেলা বিএনপিকে সুসংগঠিত করেছে। তাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি।

জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, ফ্যাসিস্টদের কারণে বিগত ১৭ বছর বিএনপি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। প্রায় সব কমিটির মেয়াদই শেষ হয়ে গিয়েছিল। ৫ আগস্টের পর সে অবস্থার পরিবর্তন হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলার সব কমিটির কাজ শেষ করেছে। ৩০ তারিখে জেলা সম্মেলনের মাধ্যমে দল গোছানোর কাজ সম্পন্ন হবে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নেতাকর্মীরা এখন নির্বাচনমুখী। সবাই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় রয়েছেন।