ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৯:৫১ অপরাহ্ন

শিরোনাম

দীপেন দেওয়ানের পক্ষে বাঘাইছড়িতে প্রচার-প্রচারণা

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 8:12 pm


বাঘাইছড়ি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৯৯ নং সংসদীয় রাঙামাটি আসনের অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ধানের শীষ প্রতীকের পক্ষে জমে উঠেছে প্রচার-প্রচারণা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে উপজেলা সদর মসজিদ মার্কেট ও চৌমুহনী সদরে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দিন বাবু, সদস্য সচিব ওমর আলী, যুগ্ম আহ্বায়ক জাবেদুল আলম, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বাহারী, যুগ্ম আহ্বায়ক রহমত উল্লাহ খাজাসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয় লাভ করবে বলে আমরা আশাবাদী এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।