দীঘিনালায় ২৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মো. আল আমিন, দীঘিনালা।
“কৃষিই সমৃদ্ধি”-এই স্লোগান ধারণ করে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাকসবজি চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. আল আমিন এবং সাবেক সভাপতি মো. সোহেল রানা।
আলোচনা সভা শেষে মোট ২৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে মাঠ পর্যায়ের ১৮০ জন কৃষককে বেগুন, পটল, লাউ, মূলা ও মটরশুঁটির বীজসহ এমওপি ও টিএসপি সার দেওয়া হয়। এছাড়া বসতবাড়ির ১০০ জন ক্ষুদ্র কৃষককে ৭ প্রকার শাকসবজির বীজ ও সার প্রদান করা হয়।











