দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল (দি বেবি টাইগার্স) দিনব্যাপী আয়োজন করে আলোচনা সভা, অর্জন প্রদর্শনী ও প্রীতিভোজসহ নানা কর্মসূচি।
শনিবার (২২ নভেম্বর) সকালে জোন সদরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে সশস্ত্র বাহিনীর গৌরবময় অবদান, শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে তাদের দায়িত্বশীলতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “দীঘিনালার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। জনগণের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাছান, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীরা।
৪ ইস্ট বেঙ্গলের গৌরবময় ইতিহাস, অভিযানের সাফল্য, অস্ত্রশস্ত্র ও সংগ্রামের স্মারক প্রদর্শনী অতিথিদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। ইউনিটের যুদ্ধস্মারক, ঐতিহাসিক দলিল ও তথ্যচিত্র প্রদর্শনীতে ছিল প্রধান আকর্ষণ।
অনুষ্ঠান শেষে সৌহার্দ্য বাড়াতে প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে অতিথি ও স্থানীয় জনগণ একসঙ্গে সময় কাটান।
অংশগ্রহণকারীরা বলেন, সশস্ত্র বাহিনী দিবসের এমন আয়োজন স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীঘিনালায় শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন সংশ্লিষ্টরা।











