ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৫ - ৪:১০ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, September 8, 2025 - 7:52 am

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে দীঘিনালা উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেদারুর ইসলাম এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে সকালে উপজেলা বিএনপি বাবুছড়া ইউনিয়নে সাংগঠনিক সভা আয়োজন করে।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ ধরনের সাংগঠনিক সভার আয়োজন অব্যাহত থাকবে।