দায়িত্ব নেয়ার পরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দায়িত্ব নেয়ার পর এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে ঢাকা ও এর আশপাশে। ১২৩টি সংগঠন এগুলো করেছে। রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমে।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসরারা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। জাতীয় পার্টির অফিসে গতকাল আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া। দায়িত্ব নেয়ার পর এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে ঢাকা ও এর আশপাশে। ১২৩টি সংগঠন এগুলো করেছে। রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমে।
‘গতকাল চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। এগুলো যেন আস্তে আস্তে কমে যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার’, যোগ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।