ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৫ - ৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম

দক্ষিণ-পূর্ব রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য

  • আপডেট: Sunday, December 28, 2025 - 6:42 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ের কার্যক্রম তুলে ধরতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়নের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের বিনোদন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে। এসব কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে (ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার) দক্ষিণ-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ৫৪০ কিলোমিটার বিস্তৃত। এই অঞ্চল চট্টগ্রামের মীরসরাই উপজেলার আমতলী থেকে রাঙামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতায় বর্তমানে ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
তিনি বলেন, দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো সংকটে বিজিবি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। “বিজিবি—সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলনীতিকে সামনে রেখে প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লে. কর্নেল কাওসার মেহেদী জানান, চলতি বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের অধীনস্থ ইউনিটসমূহ ২৯ জন আসামিসহ প্রায় ৫৮ লাখ ৭৯ হাজার টাকার মাদক এবং ২৭ কোটি ৭১ লাখ টাকার বেশি মূল্যের অন্যান্য চোরাচালান পণ্য আটক করেছে। সব মিলিয়ে প্রায় ২৮ কোটি ৩০ লাখ টাকারও বেশি মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণের উপস্থিতিতে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করা হচ্ছে। চলতি বছরে বিজিবি ৮১৫ বোতল বিদেশি মদ, ৪০৮ লিটার দেশীয় মদ, ৩৭৩ বোতল ফেনসিডিল, ৬২ বোতল বিয়ার, ৫২০টি মদ তৈরির ট্যাবলেট, ৪৪৪.৫১৩ কেজি গাঁজা এবং ১ হাজার ২১৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাশাপাশি ৬৬৭টি গরু, ১৭টি মহিষ ও ৩৭টি ছাগল আটক করা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিজিবি নিয়মিত অভিযানে কাঠ, বাঁশ, ভারতীয় থ্রি-পিস, প্রসাধনী সামগ্রী, সাবান, কীটনাশক, শুঁটকি, বিদেশি সিগারেট, ন্যাপি, খাদ্যপণ্য, চা পাতা, কম্বল, নৌকার ইঞ্জিন, ডিঙ্গি নৌকাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য ও যানবাহন জব্দ করেছে। এছাড়া অস্ত্র চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় রাইফেল, ১২ বোর পিস্তল ও শর্টগান, ৯ এমএম ও ৮ এমএম পিস্তল, এসএমজি, ম্যাগাজিন, গান পাউডার এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান অধিনায়ক। একই সঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও অবৈধ অস্ত্র সংক্রান্ত তথ্য বিজিবিকে দেওয়ার জন্য সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ এবং সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।