দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে চট্টগ্রামে কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো। কারিগরি শিক্ষা উচ্চ শিক্ষায় বাঁধা নয়, বরং এটি দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ – এই বার্তা নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “TVET for All” শীর্ষক কর্মশালা।
সোমবার (১০ নভেম্বর) বায়েজিদ থানার স্টারলিড গ্রামার স্কুলে বাংলাদেশ সোসাইটি অব ওয়েল্ডারস-এর উদ্যোগে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা কেবল চাকরির বিকল্প পথ নয়, বরং আত্মনির্ভরতার এক বাস্তবমুখী মাধ্যম। তারা জানান, TVET (Technical and Vocational Education and Training) এমন এক শিক্ষা পদ্ধতি, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষার পথও উন্মুক্ত রাখে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টারলিড গ্রামার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ তাসিন শেখ ও সহকারী শিক্ষক সানজিদা আক্তার।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ তৌহিদুল ইসলাম, আবুল খায়ের স্টিল প্রোডাক্টস লিমিটেডের উপসহকারী প্রকৌশলী শুকরিয়া আক্তার মুন্নি এবং সার্টিফাইড ট্রেইনার মশিউর ইসলাম রাজু।
ওয়ার্কশপে শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব, শিল্প ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা ভিডিও প্রদর্শনী, মুক্ত আলোচনা ও স্ব-আবিষ্কারের কার্যক্রমে যুক্ত হন।
আয়োজক সংস্থা জানায়, ভবিষ্যতে চট্টগ্রামের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ শিক্ষার্থীরাও দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারে।











