ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৮:০৭ অপরাহ্ন

শিরোনাম

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসায় এগিয়ে আসলেন বিএসপিআই প্রাক্তন শিক্ষার্থীরা

  • আপডেট: Thursday, February 1, 2024 - 2:49 pm
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবা ও তার পরিবারের হাতে চিকিৎসা বাবদ নগদ টাকা তুলে দিচ্ছেন বিএসপিআই অধ্যক্ষ ও প্রাক্তন  ৫৪ব্যাচ শিক্ষার্থীরা।
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবাকে চিকিৎসার জন্য ১লাখ টাকা আর্থিক সহায়তা  দিয়েছেন কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট  (বিএসপিআই) এর  ৫৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা শিশু নুসাইবার চিকিৎসার জন্য বিএসপিআই এর অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার এর মাধ্যমে নগদ  ১লাখ  টাকা প্রদান করেন।
এসময় বিএসপিআই এর বিভাগীয় প্রধান ও নুসাইবার পরিবারের সদস্যরা  উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত:  নুসাইবার বাবা  জুনায়েদ আহমেদ ও মা নীগার সুলতানা তমা বিএসপিআই এর  প্রাক্তন শিক্ষার্থী।
শিশু নুসাইবার মা নীগার সুলতানা তমা জানান, আমার একমাত্র মেয়ের বয়স ৪বছর ৭মাস। ভারতে চিকিৎসা বাবদ খরচ ৫০লাখ টাকা দরকার। আমার পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা  সম্ভব না।
তাই মেয়ের চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যর আবেদন করছি।
যোগাযোগ বিকাশ/নগদ ০১৮৮১-২১৭১৬৭,০১৭৭৯-৮৬৯৪৮০,এবং সোনালী ব্যাংক হিসাব-৫৪১০৬০১০০৩৬৫২.