ঢাকা | জানুয়ারী ৯, ২০২৬ - ৩:০২ অপরাহ্ন

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাঙ্গালহালিয়ায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, January 8, 2026 - 6:37 pm

রাজস্থলী প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে এক উন্মুক্ত উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নতুন ভোটার, বিশেষ করে নারী ও তরুণদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরা।
উঠান বৈঠকে আলোচনায় কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব।
কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করে। তরুণ ও নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না। কোনো প্রলোভন বা ভয়-ভীতির কাছে নত না হয়ে সচেতনভাবে ভোট প্রদান করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাহ্লা মারমা। তিনি বলেন,
“নারীদের ভোটদানে আগ্রহী করে তুলতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর। সচেতন ভোটারই পারে সমাজ ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।”
বৈঠকের শুরুতে তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত নারী ভোটারদের ভোটাধিকার ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শতাধিক নারী ভোটার ও তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও নির্বাচন, গণভোট ও গণতন্ত্র বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।