ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের উঠান বৈঠক
ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোট ও নির্বাচনী আচরণবিধি প্রচার এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহ করতে কাপ্তাইয়ে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বুধবার( ৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এই উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকলে মিলে মিশে জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন। ভোট আপনার নাগরিক অধিকার।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।
এর আগে ভিডিও চিত্রের মাধ্যমে বৈঠকে আগত নারীদের ভোট দানে উৎসাহ প্রদান করা হয়।











