ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: নির্বাচন কমিশনার সানাউল্লাহ
মিনহাজুল ইসলাম।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃঢ়তার সঙ্গে। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং দায়িত্ব সৎ ও নিরপেক্ষভাবে পালন করতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে নির্বাচন কমিশনার পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক সংগঠনের প্রভাব বা ছত্রছায়ায় কাজ করা যাবে না। নিরপেক্ষতা বজায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন চায়, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হোক। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন নির্বাচন কমিশনার। সেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত











