ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • আপডেট: Monday, December 29, 2025 - 3:46 pm

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থেকে শান্তি ও সম্প্রীতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে-খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
আজ সোমবার, ২৯ ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর আয়োজনে মারিশ্যা জোন সদরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক বেসামরিক প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।
রিজিয়ন কমান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিভ্রান্তিমূলক অপপ্রচারণার বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নিরাপত্তা বাহিনী সবসময় বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক সহায়তার মাধ্যমে এই অঞ্চলের জীবনমান উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি; মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর অধিনায়ক; উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান; সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস; বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার; বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ; স্থানীয় জনপ্রতিনিধি, বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণ।