ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

তেজগাঁও কলেজছাত্র হত্যা: ছাত্রদল নেতা রিফাত গ্রেফতার

  • আপডেট: Saturday, December 13, 2025 - 5:52 pm

জাগো জনতা অনলাইন।। রাজধানীর তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের মামলায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে গ্রেফতার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শেরে বাংলা নগর থানার একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রিফাতকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও কলেজের ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাদের শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজন রিফাত।

গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। এরমধ্যে সাকিবুল হাসান রানা আইসিউতে থাকার ৪ দিন পর মারা যান।