ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

তিন পার্বত্য জেলায় পিসিসিপির বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, April 15, 2025 - 9:00 am

জাগো জনতা অনলাইন।। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

★রাঙামাটি
বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যােগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি (১৪ এপ্রিল) সোমবার বিকেল ৪.০০ টায় পিসিসিপি’র জেলা কার্যালয় কাঠালতলী এলাকা হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার পরে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেন এর সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক মহিবুল্লাহ্ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মোহনা আক্তার, পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পিসিসিপি’র বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের বৈশাখের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না।

বক্তারা আরো বলেন, “নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে- অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।”

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

★খাগড়াছড়ি
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮.০০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি খাগড়াছড়ি জেলা সিনি. সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম জুনায়েদ,প্রচার সম্পাদক মো. রিয়াদুল ইসলাম,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো সাগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

★বান্দরবান
পিসিসিপি বান্দরবান জেলা শাখার বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে আনন্দ শোভাযাত্রা সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময়ে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সি: সহ-সভাপতি জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি রুমি সেন প্রমুখ।

পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের দিক নির্দেশনায় এবারই প্রথম নববর্ষের শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় একযোগে অনুষ্ঠিত হয়।
পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়,
পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন। এমন উৎসবমুখর দিনে ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে একসাথে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা যোগায়।