তিন দিন পেছালো চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন তিন দিন পিছিয়েছে। পূর্বঘোষিত ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর (বুধবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।
তিনি জানান, পূজার ছুটির কারণে ১২ অক্টোবর ভোট হলে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র পাঁচ কার্যদিবস সময় পেতেন। এ প্রেক্ষাপটে গত সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করলে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভিপি পদে ২৫ জন এবং জিএস ও এজিএস পদে ২২ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ নভেম্বর। দীর্ঘ ৩৫ বছর পর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।