তিনদিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপ্ত

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৩দিন ব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) গতকাল (২ সেপ্টেম্বর) মঙ্গলবার শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি রোকনুজ্জামান ত্বহা, সাধারণ সম্পাদক অপূর্ব দাস শুদ্রসহ চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে নির্বাচিত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হয়। এছাড়া, দ্বিতীয় দিনে ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম এবং প্রযোজক ও সম্পাদক বায়েজিদ খান এই পর্বে উপস্থিত ছিলেন।
উৎসবের সমাপনী দিনে বাংলাদেশের নির্মাতাদের পরিচালিত চলচ্চিত্রসহ ৫৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া, চলচ্চিত্রের পোস্টার এবং জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়।
এবারের আসরে ৭০ টিরও বেশি দেশ থেকে প্রায় দেড় হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।