ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ২:৫৪ অপরাহ্ন

শিরোনাম

তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 10:12 am

মাদারীপুর প্রতিনিধি।। সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি নকিব তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ নকিব তালুকদারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।